শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন আজ
আজ ২২ নভেম্বর শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৩তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে বিকেল ৫টা থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সাহিত্য ও সংগীতের মাধ্যমে সাজানো হবে।
কবি রেজাউদ্দিন স্টালিন ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং মাতা রেবেকা সুলতানা স্কুল শিক্ষিকা ছিলেন। রেজাউদ্দিন স্টালিনের দুই বোন রয়েছে।
শৈশব থেকেই কবিতা লেখা শুরু করেন তিনি। আট বছর বয়সে ১৯৭০ সালে ‘শপথ’ নামের কবিতা শতদল পত্রিকায় প্রকাশিত হয়। স্টালিন আশির দশকে অগ্রগণ্য কবি হিসেবে প্রতিষ্ঠিত হন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ফিরিনি অবাধ্য আমি’। এরপর তিনি আরও ৪৫টি কাব্যগ্রন্থ রচনা করেন। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘আর্শীবাদ করি আমার দুঃসময়কে’, ‘আঙ্গুলের জন্য দ্বৈরথ’, ‘হিংস্র নৈশ্য ভোজ’, ‘সব জন্মে শত্রু ছিল যে’। সর্বশেষ কাব্যগ্রন্থ ‘তদন্ত রিপোর্ট’। এছাড়া তিনি ‘রবীন্দ্রনাথ আরোগ্য’ নামে প্রবন্ধগ্রন্থ, ছড়া গ্রন্থ ‘হাঁটতে থাকো’, একমাত্র উপন্যাস ‘সম্পর্কেরা ভাঙ্গে’ রচনা করেছেন।
কবির কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানী ও ফরাসী ভাষায় অনূদিত হয়েছে। ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ‘আবার একদিন বৃষ্টি হবে’ শিরোনামের একক কবিতা সিডি প্রকাশিত হয়েছে, আবৃত্তি করেছেন প্রদীপ ঘোষ।





