বিভিন্ন জেলায় মনোনয়ন না পাওয়া বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ দলটির নেতাকর্মীরা।
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না পাওয়ায় শহীদুল আলমের সমর্থকরা সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে। একইসাথে সাতদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এছাড়া, মাদারীপুর-১(শিবচর) আসনে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তার সমর্থকরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে। নতুবা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে।
এদিকে, চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে এম এ হান্নানের সমর্থকরা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফরিদপুরের আঞ্চলিক সড়কে দুপুরে যান চলাচল বন্ধ ছিল।
কুমিল্লা- ১০ আসনে মোবাশ্বের আলম ভুঁইয়াকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ তার সমর্থকরা বিকেলে রেলপথ অবরোধ করে। ঘণ্টাখানিক পর আবার অবরোধ তুলে নেওয়া হয়।
অন্যদিকে, মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সকাল সাড়ে ১১ টা থেকে দেড়টার মধ্যে শ্রীনগর উপজেলা ডাকবাংলো ও এক্সপ্রেসওয়ের সনবাড়ী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমীন আলী। কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহকে। ফলে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি করে।





