ফেরদৌস ওয়াহিদ, লিজা ও লুইপাকে নিয়ে ‘আরটিভি লিটল স্টার’
বাংলাদেশের প্রতিভাবান শিশু ও কিশোর সংগীতশিল্পীদের খুঁজে বের করতে নতুন রিয়েলিটি শো নিয়ে এসেছে আরটিভি। অনুষ্ঠানটির নাম ‘এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার—আগামীর কণ্ঠস্বর’, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের তিন জনপ্রিয় সংগীতশিল্পী—পপ সংগীতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ, আধুনিক গানের তারকা সানিয়া সুলতানা লিজা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা।
আরটিভি এর আগে ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’, ‘বাংলার গায়েন ইউএসএ’, ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর মাধ্যমে সংগীতনির্ভর রিয়েলিটি শোতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে শিশু-কিশোরদের জন্য এই নতুন প্রতিযোগিতা।
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগী আবেদন করেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৫ হাজার জনকে বাছাই করা হয়, এবং বিচারকদের মূল্যায়নে ১৫০ জন প্রতিযোগীকে নেওয়া হয় স্টুডিও রাউন্ডের জন্য।
বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হচ্ছে ‘আরটিভি লিটল স্টার’-এর স্টুডিও রাউন্ড। এই রাউন্ড শেষে অনুষ্ঠিত হবে ফোক রাউন্ড, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড এবং ব্যান্ড রাউন্ড।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আরজু আহমেদ। উপস্থাপনায় রয়েছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব।
‘আরটিভি লিটল স্টার—আগামীর কণ্ঠস্বর’ প্রচারিত হচ্ছে প্রতি শনিবার ও বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আরটিভিতে। একই সঙ্গে লাইভ সম্প্রচার হচ্ছে আরটিভি লাইভ আপডেট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান শেষে পর্বগুলো দেখা যাবে আরটিভি রিয়েলিটি শো ইউটিউব চ্যানেলেও।




