জেনিভা ক্যাম্প থেকে ৩৫ হাতবোমা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০:০৬:০২,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০২৫ | সংবাদটি ১ বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোপনে ককটেল তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযানে গিয়ে বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
তিনি বলেন, অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ককটেলসহ বিভিন্ন প্রস্তুত সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযান এখনো চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পুলিশের দাবি, নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের কিছু সদস্য ১৭ নভেম্বরকে কেন্দ্র করে এসব ককটেল প্রস্তুত করছিল এবং রাজধানীর বিভিন্ন এলাকায় পাঠানোর পরিকল্পনা ছিল।





