খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু নেতাকর্মীদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু করেছেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার জুমার নামাজের পর দিনাজপুর জেলা বিএনপির নেতারা শহরের শেখ ফরিদ গোরস্তানে শায়িত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাবা-মা ও বড় বোনের কবর জিয়ারতের পর প্রচার শুরু করেন।
গোরস্তানে পাশাপাশি শায়িত আছেন খালেদা জিয়ার বাবা ইস্কানদার মজুমদার, মা তৈয়বা মজুমদার এবং বড় বোন সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক।
৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার পুরনো আসন বগুড়া-৭ ও ফেনী-১ এর সঙ্গে প্রথমবারের মত দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে জানান তিনি।
দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়ার নাম ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সেইসঙ্গে এ আসনে থেকে মনোনয়ন প্রত্যাশী অন্যরা দলীয় প্রধানের পক্ষে প্রচারে নামেন।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, বৃহস্পতিবার জেলা বিএনপির জরুরি সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে বেগম জিয়ার বাবা-মার কবর জিয়ারতের মধ্য দিয়ে সদর আসনে নির্বাচনি প্রচার শুরু করার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী জুমার নামাজের পর প্রথমে কবর জিয়ারত এবং পরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট জনগণের মাঝে বিতরণের মধ্য দিয়ে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু করা হয় বলে জানান এ বিএনপি নেতা।




