হাজারতম ম্যাচে জাঁকজমক জয় গার্দিওলার, ৩–০ গোলে হেরেছে লিভারপুল
লিভারপুলের বিপক্ষে ম্যাচে কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচের মাইলফলক পূর্ণ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। দুইবার ‘ট্রেবল’ জয়ী এই কোচের মাইলফলক ম্যাচটিকে বড় জয়ে উদযাপন করেছে সিটি।
এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। অপরদিকে, টেবিলের আট নম্বরে নেমে গেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
আর্লিং হলান্ডের পেনাল্টি মিসের পরেও ৩-০ গোলে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।
ম্যাচের ১৩তম মিনিটে লিভারপুলের গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে হলান্ডের নেয়া সেই পেনাল্টি ঠেকিয়ে দেন মামারদাশভিলি। তবে বেশিক্ষণ গোল বঞ্চিত ছিলেন না নরওয়ের এই স্ট্রাইকার। ২৯তম মিনিটে নুনেসের ক্রস থেকে হেডে গোল করে সিটিকে লিড এনে দেন হলান্ড। প্রিমিয়ার লিগে এটি তার ৯৯ তম গোল।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক একবার সমতা আনলেও তা বিতর্কিত অফসাইডে বাতিল হয়। এরপর বিরতির আগেই নিকো গনজালেসের শট ফন ডাইকের গায়ে লেগে দিক পরিবর্তন করে পোস্টে ঢুকলে ব্যবধান দ্বিগুণ হয় সিটির।
২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধেও চাপ কমায়নি সিটি। ফলে ৬৩ মিনিটে পেয়ে যায় তৃতীয় গোলও। নিখুঁত ফিনিশে স্কোরশিটে নাম লেখান ডকু। পেনাল্টি বক্সের সীমানা বরাবর দৌড়ে ডান পায়ের শটে গোল দলকে তৃতীয় গোল এনে দেন ডকু।




