শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: বিজিএমইএ সভাপতি
বিজিএমইএ সভাপতি ও বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বলেছেন, শিক্ষার মানোন্নয়নে কেবল ভালো পড়াশোনা বা সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়, বরং শিক্ষার বিস্তার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান খান আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। দেশের রাষ্ট্র কাঠামো উন্নয়নে বিএনপির ঘোষিত ৩১ দফায় শিক্ষার বিস্তার ও উন্নয়নকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মসিউর রহমান পারভেজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল ইসলাম, তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাতরুজ্জামান ও সহকারী শিক্ষক রবিউল ইসলাম।





