মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
ভারতের অন্ধ্রপ্রদেশে একাদশী উপলক্ষে মন্দিরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে নয়জন ভক্ত নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
শনিবার (১ নভেম্বর) সকালে শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। একাদশীর বিশেষ পূজা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে আসায় হঠাৎ প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলিত হয়ে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শত শত নারী হাতে পূজার থালা নিয়ে সিঁড়িতে ঠাসাঠাসি অবস্থায় জীবন বাঁচাতে ছটফট করছেন। পরে মন্দিরের প্রাঙ্গণে একাধিক মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘শ্রীকাকুলামের কাসিবুগ্গায় ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকির নির্দেশ দেন।
রাজ্যের মন্ত্রী নারা লোকেশও গভীর শোক প্রকাশ করে বলেন, ‘এই একাদশীর দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।’





