গোপনে ‘বেলি ড্যান্স’ শিখছেন সৌদি নারীরা
সৌদি আরবে কঠোর ধর্মীয় বিধিনিষেধ থাকলেও কয়েক বছর ধরে এসব বিধিনিষেধকে পেছনে ফেলে এবং রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে আধুনিক জীবনের সঙ্গে তাল মেলাচ্ছেন সৌদি নারীরা। গাড়ি চালানো থেকে শুরু করে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চায় যুক্ত হচ্ছেন তারা। তবে সৌদি নারীদের নিয়ে এবার গোপন এক তথ্য প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়েছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনেক নারী রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবি সুরের তালে শরীর দোলাচ্ছেন। যারা অংশ নিচ্ছেন বেলি ড্যান্সের অনুশীলনে। এমন নাচ শেখা এখন সৌদি সমাজে অনেকটা গোপন আনন্দের বিষয় হয়ে উঠেছে।
আরব সমাজে বেলি ড্যান্স বহু যুগ ধরে শিল্প, বিনোদন ও চলচ্চিত্রের অংশ। এটি বিশ্বজুড়ে নারীদের কাছে শরীরচর্চা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয়। কিন্তু সৌদি আরবে এ ধরনের সংস্কৃতি পুরোপুরি নিষিদ্ধ। তবুও অনেক নারী পরিবারকে ফাঁকি দিয়ে যৌন আবেদনময়ী এই বেলি ড্যান্স শিখছেন। রিয়াদজুড়ে এখন নারী-কেন্দ্রিক যোগব্যায়াম, বক্সিং ও বেলি ড্যান্স স্টুডিও গড়ে উঠছে, যা ছিল একসময় কল্পনাতীত।
তবে ইসলামের পবিত্র ভূমি সৌদি আরবে এমন অপসংস্কৃতির প্রসারকে অনেকেই দেখছেন কেয়ামতের আলামত হিসেবে। কারণ হাদিসে বলা হয়েছে- কেয়ামত যখন ঘনিয়ে আসবে তখন সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে সংস্কৃতি প্রসারের নামে অনাচার ছড়িয়ে পড়বে।




