অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনেই থাকবেন এই অভিনেতা।
বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। তারা সবাইকে অনুরোধ জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম ভুয়ো খবর বা বিভ্রান্তি না ছড়াতে এবং ধর্মেন্দ্র ও তার পরিবারের গোপনীয়তা ও সম্মান বজায় রাখতে।
গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ফলে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। একপর্যায়ে তার মৃত্যুর ভুয়ো খবরও প্রচারিত হয়, যা পরবর্তীতে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
এসময় বলিউডের অনেক সহকর্মী ও বন্ধু হাসপাতালে ছুটে যান তাকে দেখতে এবং দ্রুত আরোগ্য কামনা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, কিছুদিন বিশ্রাম নিলেই অভিনেতা আগের মতো কর্মক্ষম হয়ে উঠবেন।




