ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে তরুণী উদ্ধার, পিতা-পুত্র আটক
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে এক তরুণী উদ্ধার হয়েছে। এসময় আটক হয়েছে দুই পাচারকারী পিতা-পুত্র।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদরের বাশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা নামক স্থান হতে ওই তরুণীকে উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকৃত তরুণীর নাম সেতু আক্তার (২৩), তার পিতার নাম জিয়া শেখ, গ্রাম-দাশেরডাঙ্গা, ডাকঘর-লক্ষ্মীপাশা, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।
আটক পাচারকারীদের নাম মোঃ আবুল কালাম (৭৪)। পিতার নাম মৃত আব্দুল খালেক ও তার পুত্র ইমরান হোসেন (২৩) গ্রাম-কুলিয়াডাঙ্গা, ডাকঘর-বাঁশদহা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচারকারী আবুল কালাম ও তার পুত্র ইমরান হোসেনসহ মানবপাচার চক্রের আরো ১৫ জন পলাতক আসামীর সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচার উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যায়।কিন্তু বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় সেতুকে তাদের বাড়িতে এনে রাখে।
তিনি বলেন, এবিষয়ে আটক মানব পাচারকারী দুজন ও আরো জড়িত পলাতক ১৫ জন আসামীর নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





