কানাডার সাথে বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কানাডার সাথে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করা হয়েছে। তিনি বলেছেন, কানাডার একটি প্রতারণামূলক টেলিভিশন বিজ্ঞাপনের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলতে দেখা গেছে ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেছেন, ‘রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন ঘোষণা করেছে যে কানাডা প্রতারণামূলকভাবে একটি বিজ্ঞাপন ব্যবহার করেছে, যা ভুয়া। এতে রোনাল্ড রিগ্যানকে শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলতে দেখা গেছে।’
তিনি আরো বলেন, ‘বিজ্ঞাপনটি ৭৫ হাজার ডলারের ছিল। তারা কেবল মার্কিন সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার জন্যই এটি করেছে। তাদের আপত্তিকর আচরণের জন্য কানাডার সাথে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’
এর আগে, বৃহস্পতিবার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিল, কানাডার অন্টারিও সরকারের তৈরি একটি টেলিভিশন বিজ্ঞাপন ‘মুক্ত ও ন্যায্য বাণিজ্যের ওপর ১৯৮৭ সালের ২৫ এপ্রিল জাতির উদ্দেশ্যে দেয়া প্রেসিডেন্টের রেডিও ভাষণকে ভুলভাবে উপস্থাপন করে’।
প্রতিষ্ঠানটি আরো বলেছে, অন্টারিওকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ‘মন্তব্য ব্যবহার ও সম্পাদনা করার’ অনুমতি দেয়া হয়নি। তারা ‘এই বিষয়ে আইনি বিকল্পগুলো পর্যালোচনা করছে’ এবং জনসাধারণকে রিগ্যানের ভাষণের অসম্পাদিত ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
এর আগে, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের হুমকির কারণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশগুলোতে তার দেশের রফতানি দ্বিগুণ করার চেষ্টা করছেন। এরপরই ট্রাম্প বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিলেন।
কার্নি সাংবাদিকদের আরো বলেন, ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলে কানাডা তার বাজারে যুক্তরাষ্ট্রের অন্যায্য প্রবেশাধিকার অনুমোদন করবে না।
সূত্র : আল জাজিরা




