১৭৮ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটিংয়ে ইংল্যান্ড
পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ নারী দল। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই জয়ের ধারা ধরে রাখতে পারেননি রুবাইয়া হায়দার ও নিগার সুলতানারা। ব্যাটিং ব্যর্থতার দিনে দলীয় সংগ্রহ থেমেছে ১৭৮ রানে। বর্তমানে ইংল্যান্ড ব্যাটিং করছে, ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬ রান।
গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন সুবহানা মুস্তারি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাবেয়া খাতুন, ২৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি।
ইনিংসের শুরুতে ওপেনার শারমিন আক্তার ৬ চারে ৫২ বলে ৩০ রান করলেও অপর ওপেনার রুবাইয়া হায়দার ব্যর্থ হন, করেন মাত্র ৪ রান। অধিনায়ক নিগার সুলতানা ডাক মেরে ফেরায় দল পড়ে চাপে। পরপর উইকেট হারিয়ে রানরেট কমে যায়।
এক প্রান্ত আগলে রাখেন সুবহানা মুস্তারি, যিনি ১০৮ বলে করেন ৬০ রান—এটি তার অভিষেক ওয়ানডে ফিফটি। তবে অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
রাবেয়ার শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে ৬ চার ও ১ ছক্কা।





