করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দিলেন জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, বলিউডের প্রখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এ বিষয়ে মুখ খুলেন এই তারকা।
পডকাস্টে উপস্থাপক জানান, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসের ব্লকবাস্টার হিট সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তে অভিনয়ের জন্য জয়া আহসানকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি। আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’
জয়া জানান, তিনি বলিউডের অনেক তারকার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। বিগবি শাহেন শাহ অমিতাভ বচ্চন, ভাইজানখ্যাত সালমান খান, এবং অভিনেত্রী বিদ্যা বালনের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে।
তিনি আরও জানান, তার অভিনীত ‘রাজকাহিনী’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে বিদ্যা বালান তাকে ফোন করে প্রশংসা করেছিলেন। এছাড়া একসময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে দেখা হয়েছিল তার।
জয়া আহসান বলেন, “ক্রিকেট সূত্রে বলিউড তারকাদের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে আমার। এমনকি মালাইকা অরোরা ও ইউসুফ পাঠানের মতো তারকারাও আমার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনে অনুষ্ঠিত সেই সেলেব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমার সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাক।”





