এক দশক পর মিরপুরে ওয়ানডেতে ১০০ রানের ওপেনিং জুটি
দীর্ঘ এক দশক পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে দেখা মিলল ১০০ রানের ওপেনিং জুটির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুলছেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। সাবলীল ব্যাটিংয়ে শতরানের জুটি ছাড়িয়ে যান তারা, যা মিরপুরে শেষবার দেখা গিয়েছিল ২০১৫ সালের ১১ নভেম্বর। সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
দীর্ঘ অপেক্ষার পর এবার সেই রেকর্ডে নতুন নাম লিখলেন সাইফ ও সৌম্য। দুজনেই অর্ধশতক তুলে নেন দারুণ আত্মবিশ্বাসে। ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পান সাইফ হাসান, আর ৪৮ বলে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন সৌম্য সরকার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে এস এক উইকেটে হারিয়ে ১৭৬ রান এসে প্রথম উইকেট হারায় বাংলাদেন। ২৬ ওভার শেষে ১ উেইকেটে বাংলাদেশেস সংগ্রহ ১৭৭। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করে ফিরলেন সাইফ। উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। অন্য পাশে আছেন ৯১ রানে অপরাজিত সৌম্য সরকার।
এর আগে ২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। বিশ্লেষকরা বলছেন, “সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা ধরে রাখতে ওপেনিং জুটির এমন পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা।”




