৭ নভেম্বর খুলনায় ‘দেলুপি’ সিনেমার মুক্তি, ১৪ নভেম্বর সারাদেশে
ঘোষণা এলো ‘দেলুপি’ সিনেমার এর মুক্তির তারিখের। মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত ছবিটি প্রথমে খুলনায় মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর, আর ১৪ নভেম্বর থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রযোজনা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মুক্তির তারিখ ঘোষণা করা হয়। সেখানে ছন্দে ছন্দে লেখা হয়—
‘নভেম্বরের ০৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে,
সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে।
টিকিট কাটো, ফূর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা,
দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’
পরিচালক তাওকীর ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা চেয়েছি যে অঞ্চলের গল্প, সেই অঞ্চলের মানুষ আগে দেখুক। তাই খুলনায় প্রথম মুক্তি দিচ্ছি। এছাড়া কিছু ইউনিয়ন ও গ্রামেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।”
ইতোমধ্যে ‘দেলুপি’-র দুটি টিজার ও একটি গান দর্শকদের ভালো সাড়া পেয়েছে। খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমার অফিসিয়াল ট্রেইলার।
খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটির গল্প লেখা হয়েছে। সেই অঞ্চলের বাস্তবতা ও সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে উঠে এসেছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি।





