রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ৬:২৩:৫৩,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২৫ | সংবাদটি ১৭ বার পঠিত
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বৈঠকে যোগ দিতে আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৮ অক্টোবর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে তিনি আমন্ত্রিত অতিথি। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে গত বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা।





