ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৫, অধিকাংশই নারী
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে ঘটে। বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি বিপরীত লেনে ঢুকে পড়ে এবং রাস্তার পাশে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে আঘাত করে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও কয়েকজন মারা যান।
ফেডারেল হাইওয়ে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, চালক হালকা আঘাত পেয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কেউ কেউ সিটবেল্ট না বেঁধেই বসেছিলেন, যা হতাহতের সংখ্যা বাড়াতে ভূমিকা রাখতে পারে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন বলে জানিয়েছে ব্রাজিল পুলিশ।





