সাকিবের জন্য দরজা খোলা, তবে দেশে ফিরে মামলা মোকাবিলা করতে হবে: তামিম

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্কের ফাটল প্রকাশ্যে আসছে। দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাকিব বর্তমানে একাধিক আইনি মামলার মুখোমুখি। সম্প্রতি এক পডকাস্টে তামিম ইকবাল বিষয়টি নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে জাতীয় দলের জন্য নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানো আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।’
সাকিবের নামে ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে, যার মধ্যে হত্যার মামলা রয়েছে। তামিম আরও বলেন, ‘দেশের পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং অনুশীলন করতে পারে, তাহলে তার জন্য দরজা খোলা থাকবে। সে বাংলাদেশের, কোনো বিদেশি নয়।’
তিনি স্পষ্ট করে জানান, ‘জাতীয় দলে খেলতে হলে সাকিবকে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। বিসিবি মামলা উঠিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় না। এসব সিদ্ধান্ত সাকিব নিজেই নেবে। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটি তার দেশ ও ক্যারিয়ার, সে যা করবে তা তার সিদ্ধান্ত।’