আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। আফগান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ২৫১ জন আহত হয়েছেন এবং ৮ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলের কুনার প্রদেশ। রোববার মধ্যরাতে স্থানীয় সময় শক্তিশালী এই কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল), যা তুলনামূলকভাবে অগভীর। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
আফগানিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দেশটিতে জাতিসংঘের সমন্বয়কারী বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান বলেন, ভূমিকম্পে সেখানকার চারটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার সেখানে উদ্ধার অভিযান চালানো হয়েছে। আরও দুর্গম পার্বত্য এলাকায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা অনুমান করতে পারছি না, ঠিক কতগুলো মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমাদের লক্ষ্য হলো, যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযান শেষ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ শুরু করা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পাহাড়ি সড়কে সারি সারি অ্যাম্বুলেন্স কুনারের গ্রামগুলোর দিকে যাওয়ার চেষ্টা করেছে। দুর্গম গ্রামে হেলিকপ্টারে করে ত্রাণসামগ্রী পৌঁছানো হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নিতেও ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।
আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে সাহায্যের আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম নিয়েই দুর্গত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন।