জয়কে নিয়ে সিঙ্গাপুরে পড়াশোনার জন্য যাচ্ছেন শাকিব-অপু

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস গত বছর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি। এর কারণ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন শাকিব খান ও বুবলীকে ঘিরে নেতিবাচক আলোচনা এবং ঢাকায় একই স্কুলে শাকিবের দুই সন্তানের ভর্তির বিষয়কে।
পরে জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন অপু বিশ্বাস। এবার জানা গেছে, জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, ছেলে জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করাবেন।
অপু বিশ্বাস জানান, এই সিদ্ধান্ত ছেলে জয়ের বাবা শাকিব খানের সঙ্গেও আলোচনা করেই নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’
তবে সিঙ্গাপুরেই স্থায়ীভাবে বসবাসের কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি অপু। বিষয়টিকে ব্যক্তিগত হিসেবেই আড়ালে রেখেছেন তিনি।
এর আগে গত এপ্রিল মাসে ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়ান অপু বিশ্বাস। সেই ভ্রমণের পর থেকেই ধারণা করা হচ্ছিল, জয়কে সেখানেই পড়াশোনার জন্য প্রস্তুত করছেন তিনি।