মনোহরদীতে আইন উপদেষ্টার আকস্মিক সফর
সরকারের আইন উপদেষ্টা আজ রোববার এক আকস্মিক সফরে মনোহরদীর গোতাশিয়াস্থ কারিগরী প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন।সপ্তাহের প্রথম কার্য দিবসেই সকাল সকাল তাঁর এ আকস্মিক পরিদর্শনের কারন জানা যায়নি।
জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ এক আকস্মিক সফরে মনোহরদী আসেন। সকাল ১০ টার দিকে তিনি মনোহরদী সদরের ডাকবাংলোতে এসে উঠেন। কিছু সময় এখানে বিশ্রাম শেষে তিনি মনোহরদী উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরবর্তী গোতাশিয়া গ্রামের মনোহরদী কারিগরী প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শনে যান। সপ্তাহের কার্য দিবসের প্রথম দিনেই তার এ আকস্মিক পরিদর্শনে সংশ্লিষ্ট সবাই হতবাক হয়ে পড়েন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর। ইউএনও মনোহরদী ও সহকারী কমিশনার (ভূমি) মনোহরদী ও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।





