রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও মহানগর শাখা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির রাজশাহী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে একদল লোক গনকপাড়ায় অবস্থিত জাতীয় পার্টি জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের দরজা, আসবাবপত্র ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে তাতে আগুন ধরিয়ে দেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বক্তারা সতর্ক করে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী মহানগরীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, মহানগরীর যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিনসহ অন্যান্য নেতাকর্মীরা।