উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গতবারের মতো এবারেও ৩৬ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যেখানে গ্রুপ পর্বে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলতে পারবে। আর গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ পেয়েছে— রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল ও পিএসজির মতো দল গুলো।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মোনাকোয় অনুষ্ঠিত গ্রুপ পর্বের ড্রতে এই প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে।
গত মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলে ট্রেবল জয়ের পথে ছিল বার্সেলোনা। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হেরে সেই স্বপ্নভঙ্গ হয়। তবে এবার নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে হলে আরও ভালো খেলতে হবে কাতালান ক্লাবটিকে।
কারণ, এবার গ্রুপ পর্বে তাদের লড়াই করতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে। এ ছাড়াও তাদের গ্রুপে রয়েছে সদ্য ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা ইংলিশ জায়ান্ট চেলসিও। আর বাকি ছয়টি প্রতিপক্ষ হলো— ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগা, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন ও নিউক্যাসল।
এদিকে সবশেষ মৌসুমে নিজেদের সেরাটা দিতে পারেনি রিয়াল মাদ্রিদও। তবে জাভি আলোনসোর হাত ধরে আবারও শিরোপা জিততে চায় লস ব্লাঙ্কোসরা। তবে গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ পেয়েছে। যেখানে লড়াই করতে হবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের বিপক্ষে লড়াই করতে হবে ভিনি-এমবাপ্পেদের।
আট দলের মধ্যে রয়েছে আরও রয়েছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসও। এ ছাড়াও রিয়াল মাদ্রিদকে খেলতে হবে বেনফিকা, মার্শেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাতির বিপক্ষে।
বার্সেলোনা: পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।
রিয়াল মাদ্রিদ: ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।
পিএসজি: বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।
ম্যানচেস্টার সিটি: বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।
বায়ার্ন মিউনিখ: চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি আইন্দহফেন (অ্যাওয়ে), ইউনিয়ন সেন্ট–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।
লিভারপুল: রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।
ইন্টার মিলান: লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সেন্ট–জিলোয়া (অ্যাওয়ে)।
চেলসি: বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।
আর্সেনাল: বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।
বরুসিয়া ডর্টমুন্ড: ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।