পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ১,৫১৫
প্রকাশিত হয়েছে : ৯:০২:১৪,অপরাহ্ন ২৯ আগস্ট ২০২৫ | সংবাদটি ৩ বার পঠিত

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯৮২ জন মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি ৫৩৩ জনকে অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— একটি রিভলবার, একটি ১২ বোর একনালা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি–৩ রাইফেল, একটি এমএ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম–১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ৯টি ম্যাগাজিন, ৭ রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং দুটি চাইনিজ কুড়াল।
পুলিশ জানায়, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।