উত্তরার দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা, ইরফান সাজ্জাদের ক্ষোভ

রাজধানীর উত্তরায় একটি কাপড়ের দোকানে ট্রায়াল রুমে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রথমে সামাজিক মাধ্যমে সামনে আনেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।
ইরফান সাজ্জাদ সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তিনি জানান, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীতে ওই কাপড়ের শোরুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে গোপনে নারীদের ভিডিও নেওয়া হতো। এ ঘটনায় ভুক্তভোগী ছিলেন তার পরিচিত এক তরুণী।
ভিডিওতে ইরফান বলেন, তরুণী ট্রায়াল রুমে প্রবেশের পর ক্যামেরা লক্ষ্য করলে দোকানদারের কাছে বিষয়টি তোলেন। দোকান মালিক পরিস্থিতি এড়ানোর চেষ্টা করেন ও ঘটনাটি প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করেন। এমনকি তাকে আটকে রাখার চেষ্টা করা হয়। পরে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের মোবাইল ফোন থেকে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে। ইরফান লিখেছেন, “সাবধান থাকবেন। চারপাশের সব ভদ্র চেহারার মানুষই ভদ্র নয়, অনেকেই নরপিশাচ।”
স্ট্যাটাসে দোকানের নাম উল্লেখ না করার কারণ হিসেবে ইরফান বলেন, “শোরুমের কোনো নাম নেই। সেজন্যই ভিডিওটি দিয়েছি। দেখতেই পাচ্ছেন, শোরুমে কোন সাইনবোর্ড নেই।”
পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।