ইত্যাদির নতুন পর্ব ভোলার চরফ্যাশনে

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছে প্রায় শত বছর প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।
এই পর্বটি দেখা যাবে আগামী শুক্রবার বাংলাদেশ টেলিভিশন-বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এবারের অনুষ্ঠানে দুটি গান রয়েছে। অনুষ্ঠান শুরুতে ভোলা জেলাকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশনা হয়েছে, যা পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচের কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
আরেকটি গান গেয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। ‘আমাকে না বলে’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন শিল্পী ইমরান মাহমুদুল, লিখেছেন রবিউল ইসলাম জীবন।
দর্শকপর্বে নির্বাচিত দর্শকরা অভিনয় করেছেন তৌসিফ মাহবুবের সঙ্গে। অনুষ্ঠানে পর পর দুইবার দেখানো হয়েছে এভারেস্ট জয় এম এ মুহিতের বিশেষ সাক্ষাৎকার ও ভোলা জেলার উপর তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন। এছাড়া নানি-নাতি পর্ব, সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।
এবারের ইত্যাদির অংশে অভিনয় করেছেন দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, আরফান আহমেদ, আমিন আজাদ, মুকিত জাকারিয়া, রকি খান, জিল্লুর রহমান, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, জাহিদ শিকদার, জামিল হোসেন, নিপু, সুজাত শিমুল, কামাল বায়েজিদ, নজরুল ইসলাম, সাবরিনা নিসা, রাজীব সালেহীন, শুভরাজ, সুর্বনা মজুমদারসহ আরও অনেকে।
শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।