আগুনে পুড়ে গেছে মার্শাল আইল্যান্ডসের পার্লামেন্ট ভবন

প্রশান্ত মহাসাগরের দেশ মার্শাল আইল্যান্ডসের জাতীয় পার্লামেন্ট ভবন নিতিজেলা আগুনে পুড়ে ধ্বংস হয়েছে। মঙ্গলবার ভোররাতে আগুন লাগার পর এটি নিয়ন্ত্রণে আনার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় দমকল ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পার্লামেন্ট ভবনের অর্ধেক আগুনে পুড়ে গেছে এবং বাকি অংশও ব্যবহারযোগ্য নয়। ভবনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। আগুন লাগার পর একটি ফায়ার ট্রাক এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
পার্লামেন্ট ভবন মার্শাল আইল্যান্ডসের রাজধানী মাজুরোর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি প্রায় ২৯টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত, যেখানে দেশটির প্রায় ৪২ হাজার মানুষ বাস করে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘মুক্ত সম্পর্কের’ চুক্তির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পায় এবং তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে। পার্লামেন্ট ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, এবং দেশটির প্রেসিডেন্ট হিলদা হাইনের মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্য করেননি।