মায়ের পর বাবার সঙ্গেও বিজ্ঞাপনে আইরা

এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান ইতোমধ্যেই শোবিজে পদচিহ্ন রেখেছেন।
সম্প্রতি মায়ের সঙ্গে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন আইরা। সেখানে তার কনফিডেন্স ও এক্সপ্রেশন দারুণভাবে ফুটে ওঠে। এবার বাবার সঙ্গেও বিজ্ঞাপনে হাজির হয়েছেন তিনি। জানা গেছে, একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে বাবার সঙ্গে অভিনয় করেছেন আইরা। বাবার সঙ্গে তার সাবলীল অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
মায়ের সঙ্গে প্রথম কাজের প্রসঙ্গে মিথিলা বলেছিলেন, “মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য সহজ ছিল। তবে আইরার জন্য কঠিন ছিল, কারণ তার আগে সারাদিন শুটিংয়ের অভিজ্ঞতা ছিল না। আমি পাশে ছিলাম, টিমও খুব সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা দারুণভাবে কাজটি শেষ করেছে।”
শুধু সাধারণ দর্শকই নয়, কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিও আইরার অভিনয়ের প্রশংসা করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তার কোনো সিনেমায় উপযুক্ত চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন।
প্রসঙ্গত, ছোটবেলা থেকেই আইরা বাবার সঙ্গে গান করেন এবং বাদ্যযন্ত্র বাজাতেও জানেন। সেই মুহূর্তগুলো তাহসান সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন একাধিকবার।