আইন উপদেষ্টা ও পুলিশের আইজিপির পদত্যাগ দাবি

জুলাই আন্দোলনে শহীদদের হত্যাকারীদের জামিনের প্রতিবাদে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পদত্যাগ দাবি করেছেন শহীদ ও আহত পরিবার।
রোববার (২৪ আগস্ট) সকাল থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
শহীদ পরিবার অভিযোগ করে বলেছে, একের পর এক খুনিদের জামিন হলেও আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নেননি। আসামিদের গ্রেফতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা ও পুলিশের আইজিপি স্বজনপ্রীতি দেখিয়েছেন। এমনকি তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে।
বিক্ষোভে শহীদ ও আহত পরিবারের সদস্যরা ঘোষণা দেন, শহীদদের বিচার শেষ না করে কোনো নির্বাচন আয়োজন করা হলে তারা তা মেনে নেবেন না।