বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর

বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সার্টিফিকেট যাচাই করা আগে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে বারবার যাওয়া লাগত, যা শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য চাপের কারণ হতো।
সরকার এখন সম্পূর্ণ অনলাইনে সনদ যাচাই ও অ্যাপোস্টিল সিস্টেম চালু করেছে। এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী এবং নাগরিকরা তাদের শিক্ষাগত কাগজপত্র ডিজিটালি যাচাই করতে পারবেন। এতে দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে শারীরিকভাবে যাওয়া লাগবে না, সময় ও খরচ বাঁচবে, জাল সনদ রোধ হবে এবং প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (২৩ আগস্ট) ফেসবুক পোস্টে জানিয়েছে, অনলাইন যাচাইয়ের ফলে বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব। নতুন ডিজিটাল সিস্টেম শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য যাচাই প্রক্রিয়াকে দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করে তুলবে, যা বৈশ্বিক সুযোগের জন্য সহায়ক হবে।