বাগেরহাটে ৪টি আসন বহাল রাখার দাবিতে হরতাল ও সড়ক অবরোধ

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়ক অবরোধ শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ৮টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ অন্তত দশটি স্থানে যানবাহন ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
এতে জেলার সব স্থানের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন। কমিটির নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল পরিচালনা করছেন এবং চারটি আসন বহালের দাবিতে স্লোগান দিচ্ছেন।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জেলা জামাতের সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস জানিয়েছেন, “৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়ার পর থেকে আমরা আন্দোলন চালাচ্ছি। সংবাদ সম্মেলন, রাজপথ অবরোধ, নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপ্তি প্রদান করা হয়েছে। এরপরও কমিশন আমাদের প্রস্তাব থেকে সরে আসেনি।” তিনি আরও বলেন, “জেলার সর্বস্তরের জনগণ আমাদের দাবির পক্ষে অবস্থান নিচ্ছে। কোনো দোকানপাট খোলা নেই, যান চলাচল বন্ধ। আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিবে; তা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”
২৫ আগস্ট আসন কমানো বা বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনের দফতরে শুনানি অনুষ্ঠিত হবে।