আজ জেনেসিস থিয়েটারের ৩৫ বছর পূর্তিতে “দামাল ছেলে নজরুল” মঞ্চায়ন ও নজরুল তারকা সম্মাননা প্রদান

জেনেসিস থিয়েটার আজ উদ্যাপন করছে তাদের গৌরবময় ৩৫ বছর পূর্তি। এ উপলক্ষে শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য অনুষ্ঠান।
দিনব্যাপী আয়োজনে থাকবে জুলাই গণঅভ্যুদয়ের শহীদদের স্মরণ, প্রতিবাদের ছড়া ও কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা পর্ব এবং “নজরুল তারকা সম্মাননা ২০২৫” প্রদান। অনুষ্ঠান শেষে মঞ্চায়িত হবে সংগঠনের আলোচিত প্রযোজনা “দামাল ছেলে নজরুল” নাটকের ৩২তম প্রদর্শনী।
মাহমুদ উল্লাহ রচিত ও জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি নূর হোসেন রানা নির্দেশিত এই নাটকটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামী জীবন, প্রেম, চেতনা ও দেশপ্রেমভিত্তিক দর্শনকে কেন্দ্র করে নির্মিত।
অনুষ্ঠান প্রসঙ্গে নূর হোসেন রানা বলেন, “এবারের বর্ষপূর্তিতে বিশেষ আকর্ষণ হিসেবে আমরা প্রদান করব নজরুল তারকা সম্মাননা ২০২৫। যারা দীর্ঘদিন ধরে নাট্যকর্ম, সাংগঠনিক দক্ষতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন—তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।”
নাটকটিতে নজরুল চরিত্রে অভিনয় করেছেন ইমন খান, মোজাফফর চরিত্রে অভিনয় করছেন মাইম আর্টের দলপ্রধান নিথর মাহবুব। এছাড়াও অভিনয়ে রয়েছেন নূর হোসেন রানা, আলেয়া আলো, জেনেলিয়া, ফারাহ ফেন্সী, মোক্তার হোসেন, ইয়াশফা, ফারজানা রনি, তিতলি, ইমা, স্বপন দত্ত, মনজুর হোসাইন, মঈন বিশ্বাস, ইকবাল খান, জীবন, প্রদীপ কুমার ঘোষ, নারায়ন চন্দ্র, আমির, রিমি, মিলনসহ আরও অনেক গুণী শিল্পী।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাট্যজন, সাংস্কৃতিক সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব ও নাট্যপ্রেমীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জেনেসিস থিয়েটারের এ আয়োজন শুধু একটি নাট্যউৎসব নয়, বরং প্রজন্মের সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি ও ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে।