আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘরের দাবি

প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতিচিহ্ন সংরক্ষণে একটি জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে এ দাবি তোলা হয়।
চন্দনা জানান, এবি ফাউন্ডেশন সম্প্রতি নিবন্ধন পেয়েছে এবং বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “বাচ্চু বিশাল এক ইন্সটিটিউটের মতো। তার গিটার ও বাদ্যযন্ত্রগুলো কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে তার স্মৃতি পৌঁছে দিতে চাই।”
অনুষ্ঠানে নকীব খান, হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, শহীদ মাহমুদ জঙ্গি, শেখ মনিরুল আলম টিপু, আসিফ ইকবালসহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা আইয়ুব বাচ্চুর সংগীতে অবদান স্মরণ করেন এবং সংগীতশিল্পীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে আলাদা মিউজিক জাদুঘর তৈরির দাবি জানান।