ট্রাম্প: ইউক্রেইন-রাশিয়াকে শান্তির জন্য ভূখণ্ড ছাড় দিতে হবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেইন ও রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠার জন্য একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। আলাস্কায় আগামী শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই বিষয়ই তিনি আলোচনা করবেন।’
সোমবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি পুতিনকে বলব, এই যুদ্ধ শেষ করতেই হবে। আপনাকে এটি করতেই হবে।’ তিনি আরও জানান, বৈঠকে সম্ভাব্য চুক্তির দিকে যাওয়ার চেষ্টা করবেন এবং বুঝতে চেষ্টা করবেন পুতিন কি চুক্তি করতে ইচ্ছুক কিনা।
ট্রাম্প উল্লেখ করেন, দুই মিনিটের আলোচনাতেই তিনি কোনও অগ্রগতি সম্ভব কিনা বুঝে ফেলবেন। এছাড়াও ভবিষ্যতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে।
ট্রাম্পের এই বক্তব্যের আগেও যুদ্ধ থামাতে ভূখণ্ড বিনিময় করার প্রস্তাব দিয়েছেন, যা উভয় পক্ষই প্রত্যাখ্যান করেছে। ইউরোপীয় নেতারা বড় ধরনের ছাড় দিলে ভবিষ্যতে নিরাপত্তায় হুমকির আশঙ্কা প্রকাশ করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়া ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। ট্রাম্প বলেন, ‘কিছু ভূমি অদলবদল হবে। রাশিয়া গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল দখল করে রেখেছে, আমরা চেষ্টা করব কিছু অঞ্চল ফেরত আনতে।’