গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সাবা কামার

পাকিস্তানের খ্যাতিমান অভিনেত্রী সাবা কামার, যিনি বলিউডে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমা এবং একাধিক জনপ্রিয় পাকিস্তানি নাটকে তার শক্তিশালী অভিনয়ের জন্য দর্শকদের নিকট বেশ পরিচিত। সম্প্রতি রাওয়ালপিন্ডিতে একটি শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী।
পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, শুটিং সেটেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন তিনি। সে সময় সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে তাকে হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
আরও জানা যায়, সাবার অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে এনজিওগ্রাফির মতো চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেন। চিকিৎসকরা বলেছেন, সময়মতো চিকিৎসা না পেলে এই পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠতে পারত। তার অসুস্থতার কারণ হিসেবে চিকিৎসকরা চরম মানসিক চাপ ও শারীরিক অবসাদকে দায়ী করেছেন।
অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমটিকে জানায়, সাবা সম্প্রতি একটি বড় প্রজেক্টে টানা কাজ করছিলেন, যা তার শরীর ও মনে গভীর প্রভাব ফেলেছিল। বর্তমানে চিকিৎসার পর তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং পরে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়ে সাবা তার ভক্তদের উদ্দেশে লেখেন, “আমার প্রিয়তম মানুষগুলো! তোমাদের ভালোবাসা, দুশ্চিন্তা আর দোয়ার জন্য অশেষ ধন্যবাদ। আমি এখন একদম ভালো আছি (প্রমিস!)। একটু বিরতি ছিল, কিন্তু এখন আমি ফিরে এসেছি আগের মতোই। আর জানো কী? তোমরা আমাকে পেয়ে গেছ, চিরদিনের জন্য। আমি কোথাও যাচ্ছি না, তাই তৈরি হও । আরও কাজ, আরও পাগলামো আর আরও আমি! একগুচ্ছ আলিঙ্গন আর ঝলমলে ভালোবাসা তোমাদের জন্য। সবসময় ভালোবাসি!”
এই বছরে এর আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবা কামার। কাজের দিক থেকে, সাবা শিগগিরই ‘পামাল’ নামের একটি আসন্ন নাটকে দেখা দেবেন। যেখানে তিনি মালিকা চরিত্রে অভিনয় করছেন উসমান মুখতারের বিপরীতে।
নাটকটি লিখেছেন জানজাবিল অসিম শাহ এবং পরিচালনা করেছেন খিজার ইদ্রিস। এতে আরও আছেন আদনান জাফর, অ্যানি জাইদিসহ অনেকে। এটি প্রযোজনা করছেন তাহরিম চৌধুরী এবং খুব শিগগিরই নাটকটি সম্প্রচার শুরু হবে বলে আশা করা হচ্ছে।