৩ আগস্টের কর্মসূচি বাস্তবায়নে এনসিপির নির্দেশনা

আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিনের কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (১ আগস্ট) ‘সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে’ শিরোনামে এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাসজুড়ে বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে এনসিপি গিয়েছে। কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ এ দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। সেখানে এনসিপির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন এবং ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০২৪-এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট, রোজ রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত এক মাস ধরে পাওয়া এ দেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।’
আগামী ৩ আগস্টকে ঐতিহাসিক দিন উল্লেখ করে ৬৪ জেলা থেকে এনসিপির নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। প্রতিটি জেলা ও উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সাথে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞপ্তিতে শেষে বলা হয়, ‘আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে।’