ট্রেন বাতিলে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের ভাঙচুর

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কিছু অংশ ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ যাত্রীরা। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কর্তৃপক্ষ কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণা দেওয়ার পর একদল বিক্ষুব্ধ যাত্রী স্টেশনে ভাঙচুর শুরু করেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, ‘সন্ধ্যা ৬টার দিকে প্রায় ২০০ ক্ষুব্ধ যাত্রী স্টেশন ম্যানেজারের অফিসে হামলা চালান। তারা দরজা, নেমপ্লেট ও বেশ কিছু আসবাবপত্র ভেঙে ফেলেন।’
কর্মকর্তা জানান, ইঞ্জিনের স্বল্পতার কারণে ট্রেনটির যাত্রা বাতিল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ট্রেনটির যাত্রা বাতিল ঘোষণার পর যাত্রীদের টিকিটের টাকা ফেরত নিতে অনুরোধ করা হয়েছিল।’
‘তবে তাদের মধ্যে কয়েকজন আক্রমণাত্মক আচরণ করে এবং স্টেশনের কিছু অংশে ভাঙচুর চালায়,’ যোগ করেন তিনি।
প্রবাল এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৩টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে: প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস। তবে যাত্রীরা প্রায়ই এই রুটে সময়সূচির বিশৃঙ্খলা নিয়ে অভিযোগ করেন।