দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর হুজুর চরমোনাই
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জুলাই মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৩টায় সিলেট দক্ষিণ সুরমা এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর ব্যবস্থাপনায় আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি,জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈদুদ্দিন খান তানভীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ,মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা আন্দোলন সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, সেক্রেটারি মুফতি ফখর উদ্দিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ বদরুল হক, মহানগর যুব আন্দোলন সভাপতি মুহাম্মদ জাকির হোসাইন শ্রমিক আন্দোলন জেলা সভাপতি শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আনিছুর রহমান, মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন,মহানগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক,মুফতী শরাফত উল্লাহ আরফান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ছাত্রনেতা আলবাবুল হক চৌধুরী,মহানগর সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমদ তপু, সহ-সভাপতি মুর্শেদ আহমদ,সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু নাছের প্রমুখ।
পীর সাহেব চরমোনাই উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, গাছ পরিবেশের ভারসাম্যতা রক্ষা করে। গাছ পরিবেশদুষণ রোধ করে। এজন্য বেশি বেশি গাছ লাগানো উচিত। সেই সাথে ফলজ গাছ আরও ভাল। তিনি ইসলামী যুব আন্দোলনের এ কর্মসূচিকে যুগোপোযোগী কমসূচি হিসেবে উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গাছ কেটে দেশকে বিরাণভূমিতে পরিণত করা হয়েছে। দেশের তাপমাত্রা বেড়ে ক্রমেই দেশ ভয়াবহ তাপদাহের সৃষ্টি হচ্ছে, এ জন্য আমাদের উচিৎ বেশী বেশী গাছ লাগানো।





