আগামী সপ্তাহে গাজার বিষয়টি গুছিয়ে ফেলব : ট্রাম্প

গাজায় ইসরাইলের চলমান সংঘাত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, দোহায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি থেমে থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যেই সংকট কিছুটা নিরসন হবে। খবর এএফপির।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আমরা আলোচনা করছি এবং আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি গুছিয়ে নিতে পারব।’
এ সময় তিনি চলতি মাসের ৪ তারিখে দেওয়া একই ধরনের আশাবাদী বক্তব্যের পুনরাবৃত্তি করেন।
এদিকে ট্রাম্প আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাবেন। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। এই সফর সেপ্টেম্বর ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। সফরের সময় ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত থাকবেন। রাজা চার্লস ও রানী ক্যামিলা উইন্ডসর ক্যাসেলে তাদের অভ্যর্থনা জানাবেন।
এর আগেও ২০১৯ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেছিলেন, যেখানে তাকে স্বাগত জানিয়েছিলেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। গত ফেব্রুয়ারি এ আমন্ত্রণ পেয়ে ট্রাম্প তা ‘অসাধারণ সম্মান’ হিসেবে অভিহিত করেছিলেন।