মোবাইল দেখে পরীক্ষা দেওয়ায় ১০ জন বহিষ্কার

মোবাইল ফোনে নকল নিয়ে হলে প্রবেশ করেছিলেন ৯ শিক্ষার্থী। আরেকজন হাতে লেখা নকল নিয়ে বসেছিলেন পরীক্ষা কেন্দ্রে। এসব অপরাধে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্রের লিখিত পরীক্ষায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানায়, এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ৯ শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। পরীক্ষা শুরু হলে অভিযুক্ত শিক্ষার্থীরা ফোন দেখে লেখা শুরু করেন। অন্যদিকে আরেক শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে এসেছিলেন। এসব অপরাধে তাদের বহিষ্কার করা হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, পরীক্ষা কেন্দ্রে নকল করার অপরাধে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় নয়জনের মোবাইল জব্দ করা হয়। পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীরা চলতি বছর পরীক্ষায় অংশ নিতে পারবে না।