জুনে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২৩ জন, ক্ষতি ২৪৬৩ কোটি টাকা

জুন মাসে দেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৩ জন। আগের মে মাসের তুলনায় গত মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ২২ দশমিক ৫৫ শতাংশ। গত মাসে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে।
গত মে মাসে দুর্ঘটনায় ৫৮৭ জন নিহত হয়েছিলেন। প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৮.৯৩ জন। জুন মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২৩.২ জন। সে হিসাবে প্রাণহানি বেড়েছে ২২ দশমিক ৫৫ শতাংশ। বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে।
বুধবার (২ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। তারা ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজপোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬৮৯টি। নিহত হয়েছেন ৬৯৬ জন এবং আহত ১৮৬৭ জন। নিহতের মধ্যে নারী ১০৪ জন (১৫.০৯%), শিশু ১০৯ জন (১৫.৮২%)। ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৮ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ৭৫ শতাংশ।
মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ১৫ শতাংশ। দুর্ঘটনায় ১২০ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৭ দশমিক ২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১০৬ জন, অর্থাৎ ১৫ দশমিক ২২ শতাংশ।
এই সময়ে ১৮টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। ৫৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।