সিলেটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২জন নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার শেরপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরের মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন নারী যাত্রী এবং অন্যজন মাইক্রোবাসচালক নাঈম আহমদ জয় (২৭)। তিনি সিলেট মহানগরের সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য ছিলেন। জানা গেছে, তিনি যাত্রীদের নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আহতদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।