হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ৪ দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মোট ১০ লাখ ৭৯ হাজার ২৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়।
বুধবার (১৮ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির অধীন চুনারুঘাট উপজেলার চিমটিবিল, বাল্লা, গুইবিল বিওপি ও মাধবপুর উপজেলার মনতলা ও রাজেন্দ্রপুর বিওপি এবং শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে বাংলাদেশি কয়েল, ভারতীয় চিনি, গাঁজা, মদ, বিয়ার, ইস্কফ সিরাপ, বাইসাইকেল এবং সিএনজি আটক করে জব্দ করা হয়।
এরমধ্যে চুনারুঘাট উপজেলাধীন বাল্লা, গুইবিল ও চিমটিবিল বিওপি সীমান্তবর্তী এলাকায় পরিচালিত ৩টি পৃথক অভিযানে বিজিবি সদস্যরা কৌশলগতভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। ফলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি মশার কয়েল, ২৩ কেজি ভারতীয় গাঁজা, ৩৮ বোতল মদ, ৪৩ ক্যান বিয়ার, ২ বোতল ইস্কফ সিরাপ ও ১টি সিএনজি আটক করে জব্দ করে। আটক এসব মাদক ও অন্যান্য মালামালের বাজার মূল্য ৯ লাখ ৪ হাজার ২৫০ টাকা।
মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর ও মনতলা বিওপি দু’টি পৃথক অভিযানে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ১৯.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। যার বাজারমূল্য প্রায় ৬৮ হাজার ২৫০ টাকা।
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি সীমান্তবর্তী এলাকায় পরিচালিত ৩টি পৃথক অভিযানে বিজিবি সদস্যরা কৌশলগতভাবে অবস্থান নেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা তল্লাশি করে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৩৫ বোতল ভারতীয় মদ এবং চিনি জব্দ করে। এ সময় অবৈধভাবে মাদক বহন করার অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ১জনকে পলাতক আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্প্রতি আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানের পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।





