হবিগঞ্জে চোলাই মদসহ গ্রেফতার ১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬.৫ লিটার দেশীয় চোলাই মদসহ ফজল মিয়া (৩০) নামে একজন গ্রেফতার হয়েছে।
শনিবার (২৮ জুন) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
তিনি হবিগঞ্জ সদর উপজেলার কাছারহাটি চারিনাও গ্রামের আকর হোসেনের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জলফু ভান্ডারীর ছেলে গাজীউর রহমান কালা (২৬) ও উস্তার মিয়ার ছেলে হুমায়ুন কবির (২১)। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি দীলিপ কান্ত নাথ জানান, এর আগে পুলিশ উপজেলার লাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই পরিমাণ চোলাই মদসহ ফজল মিয়াকে গ্রেফতার করে। এর ব্যাপারে এসআই কাউছার হোসেন বাদী হয়ে থানা মামলা করেছেন। যথা সময়ে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের অপর অভিযানে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ২ জন আসামি গ্রেফতার হয়েছে।





