সুনামগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃ ত্যু
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষার্থীর।
সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে গাছগড়া নামক স্থানে ভাঙ্গা সড়কের স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যায়। তখন সাথে থাকা ছাত্র ছাত্রী চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ঘটনা স্থলে এসে, আশংকা জনক অবস্থায় রোহানকে উদ্ধার করে মধ্যনগর বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. রোহান মিয়া (৯) মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে, তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ।
পরে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান ও তদন্ত অফিসার এসআই আসাদুল হক মৃত্যুর বিষয়টি তদন্ত করেন। অভিভাবক ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায়, মরদেহটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।





