সুনামগঞ্জে ট্রাকসহ জব্দ ৫৪ লাখ টাকার ভারতীয় ফুচকা
প্রকাশিত হয়েছে : ১১:১৫:৪৫,অপরাহ্ন ২৮ জুন ২০২৫ | সংবাদটি ২০ বার পঠিত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে পাচারের সময় ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা হচ্ছিল ফুচকাগুলো।
শনিবার (২৮ জুন) ভোর ৫টার দিকে উপজেলাধীন ৩নম্বর ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় দাঁড়িয়ে ছিল ফুচকাভর্তি ট্রাকটি। ট্রাকটিতে মোট ৫৪৮০ কেজি ফুচকা ছিল।
যার আনুমানিক মূল্য ৫৩ লাখ ৭০ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ‘আটককৃত ভারতীয় ফুচকা ও ট্রাক শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’





