এ বছর কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত এবং গরিববান্ধব করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।
ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় দেশবাসী-শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী-পুরুষ সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ড. ইউনূস বলেন, আসুন, এ বছর কোরবানিকে করি সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত এবং গরিববান্ধব যাতে সমাজের সকল স্তরের মানুষ ঈদের আনন্দে সামিল হতে পারে।





