আমি এমপি নির্বাচিত হলে আর কাউকে ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হবে না: মামুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে (পীরগঞ্জ-রানীশংকৈল) উপজেলার মানুষ কে আর ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন।
এ সময় তিনি আরো বলেন, এ অঞ্চলে তেমন শিল্প কারখানা সহ কোন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পড়ালেখা শেষ করে জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হয়। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই কষ্ট আর এ এলাকার মানুষের থাকবে না।
রবিবার সন্ধ্যায় (২৯ জুন) পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মামুনুর রশিদ আরো বলেন, পীরগঞ্জ রানীশংকৈল ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এগুলো সীমান্তে আমাদের ওপর বিভিন্ন ভাবে হয়রানি ও নিপীড়ন চালাচ্ছে। কথায় কথায় পাখির মতো গুলি করে মানুষ মারে। সীমান্তে আর যদি একটা মানুষও হত্যা করা হয় তাহলে দিল্লির অভিমুখে লংমার্চ শুরু হবে।
এ সময় পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মশারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গন অধিকার পরিষদের যুগ্ন সম্পাদক সাদ্দাম হোসেন, পীরগঞ্জ উপজেলা সহ সভাপতি আবুল বাশার বাবুল, সহ সভাপতি আসাদুল্লাহ আসাদ, রানীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমূখ। এ সময় ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে শহরের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের নিয়ে গনসংযোগ করেন।