ড্রাফটের আগেই যে ৬ বিদেশির সাইনিং সম্পন্ন বরিশালের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আগেভাগেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতোমধ্যেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি। গতকাল রোববার বরিশালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি অনুষ্ঠানে এমন তথ্য জানান ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছি। তবে কৌশলগত কারণে এখনই কারও নাম প্রকাশ করছি না। কারণ, অন্য দলগুলো- বিশেষ করে কুমিল্লা ও রংপুর এই তথ্য জেনে সংশ্লিষ্ট খেলোয়াড়কে বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা নষ্ট করতে পারে। তাই আমরা চূড়ান্ত ম্যাচের আগ পর্যন্ত নাম গোপন রাখছি। যেদিন তারা মাঠে নামবে, সেদিন সবাই জানবে তারা কারা।’
গত বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স ও ফাহিম আশরাফের মতো তারকারা। টুর্নামেন্ট শুরুর আগেই তারা জিমি নিশামকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল। তবে আরও বড় চমক ছিল, তাকে স্কোয়াডে রেখেও ফাইনালে না খেলানো।
এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘জিমি নিশাম আমাদের দলে ছিলেন, তবে তাকে খেলানো হয়নি। কারণ, আমাদের ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম স্কোয়াডে থাকতেন। কিন্তু চট্টগ্রাম ফাইনালে ওঠায় আমাদের কম্বিনেশন বদলাতে হয়। তবুও তিনি দলের সঙ্গে ছিলেন, পুরো সময়টা উপভোগ করেছেন এবং ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পিতভাবে এগোয়।